COVID19 বিশ্বব্যাপী মহামারীর সময় দেশের মানুষের জন্য চিকিৎসা সহযোগিতা প্রদানের লক্ষ্যে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর ২০২০-২১ রোটারি বর্ষের জেলা গভর্ণর মোঃ রুবায়েত হোসেন নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করেছে |

এই প্রসঙ্গে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর ২০২০-২১ রোটারি বর্ষের জেলা গভর্ণর মোঃ রুবায়েত হোসেন জানান, দেশের স্বনামধন্য ৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করলেও প্রতিনিয়ত জনগণের সেবায় নতুন বিশেষজ্ঞ যোগ হচ্ছেন | এছাড়াও মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি:, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল লি: ও সিটি জেনারেল হাসপাতাল লি: এ রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার এর ডাক্তারগণ কর্তৃক প্রেরিত রোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে | বাংলাদেশের অন্যান্য জেলা গুলিতেও অনুরূপ চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে |

বিশ্বব্যাপী মানবতার সেবা বিগত ১১৫ বছর যাবত রোটারি ক্লাব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নিঃস্বার্থভাবে মানবসেবা দিয়ে যাচ্ছে। সারা বিশ্ব থেকে পোলিও নির্মূলের মূল উদ্যোক্তা রোটারি এখন COVID19 মহামারীর সময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে খাদ্য, চিকিৎসা, চিকিৎসা সরঞ্জাম, পুনর্বাসন সহ বহু প্রকল্প নিয়ে মানুষের পাশে দিয়েছে |

 

Source: https://www.ittefaq.com.bd/national/150681/করোনাকালীন-রোটারি-টেলি-মেডিকেল-সাপোর্টের-মাধ্যমে-চিকিৎসা-প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *